আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যাহত by বিশ্বজিৎ পাল বাবু,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পরীক্ষামূলক ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মালামাল পরিবহনকালে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। এ কারণে দুই দেশের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।এ ছাড়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় কী কী পণ্য যাবে, না-যাবে_এ বিষয়টি নিয়েও ব্যবসায়ীরা ধোঁয়াশায়। এ অবস্থায় সবদিক পর্যবেক্ষণ করে 'লাভ-ক্ষতি'র বিষয়গুলো লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন তাঁরা।


ব্যবসায়ীরা বলছেন, ট্রানজিটে তাঁদের আপত্তি না থাকলেও এর আওতায় কী কী পণ্য যাবে, তা স্পষ্ট করা হোক। এর আগে প্রয়োজন বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, যাতে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়।আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল এ প্রসঙ্গে কালের কণ্ঠকে বলেন, 'গত রবিবার অনুষ্ঠিত সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সভায় ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের বিষয়ে আলোচনা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টি পর্যবেক্ষণ করে তা লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।'
গত ২৯ সেপ্টেম্বর থেকে গত ১০ অক্টোবর পর্যন্ত প্রায় ৪০০ টন ভারতীয় মালামাল পরীক্ষামূলক ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা গেছে। এনবিআরের নির্দেশনা অনুযায়ী এসব পণ্য পারাপার থেকে কোনো ধরনের শুল্ক নেওয়া হচ্ছে না।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষিদিরপুর থেকে গ্যালভানাজিং স্টিলশিটসহ অন্যান্য পণ্য নিয়ে এমভি হুমি ভাবা, এমভি লাল বাহাদুর শাস্ত্রী, এমভি গালফ-৪, এমভি নীলকণ্ঠ নামে চারটি জাহাজে বাংলাদেশের আশুগঞ্জ নৌ-বন্দরে আসে। সেখান থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য নিয়ে আসা হয় আখাউড়া স্থলবন্দরে। পরে ভারতীয় ট্রাক এসে এসব পণ্য নিয়ে যায়।
দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় মালমাল পরিবহনের সময় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। এভাবে প্রতিদিন কয়েক ঘণ্টা করে আমদানি-রপ্তানি বন্ধ রাখতে হয়। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন না করে হুট করে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চালু হলে ক্ষতির সম্মুখীন হতে হবে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রেখে অন্য পণ্য নিতে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
আগরতলা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুল বলেন, 'যতদূর জানি, আরো ৮০০ টনের অধিক মালামাল রয়েছে। তার মানে কমপক্ষে আরো ৮০টি ট্রাকে এসব পণ্য খালাস করতে হবে। এ অবস্থায় বন্দরের স্বাভাবিক আমদানি-রপ্তানিতে ব্যাঘাত ঘটবে।'
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, 'ট্রানজিটে আমাদের আপত্তি নেই; তবে আমরা চাই, যেসব পণ্য আমরা রপ্তানি করতে পারি_সেগুলো ট্রানজিটের আওতামুক্ত রাখা হোক। এ ছাড়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের পণ্য পরিবহনের সময় যেন আমদানি-রপ্তানির ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।'

No comments

Powered by Blogger.