ইরানে চলচ্চিত্র অভিনেত্রীকে বেত্রাঘাতের নির্দেশ

ইরানে এক চলচ্চিত্র অভিনেত্রীকে ৯০টি বেত্রাঘাতসহ এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ইরানে শিল্পীদের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের বিষয়টি আলোকপাত করা হয়েছে—এমন একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে।
টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাই তেহরান ফর সেল চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত জুলাই মাসে মারজিয়েহ ভাফামেহের নামের ওই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। রক্ষণশীলেরা চলচ্চিত্রটির তীব্র সমালোচনা করেছে।
অস্ট্রেলিয়ার সহযোগিতায় তেহরানের এক অভিনেত্রীর জীবনকাহিনি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। কাহিনিটি হচ্ছে: ওই অভিনেত্রীর জন্য থিয়েটারে কাজ করা নিষিদ্ধ করা হয় এবং নিজেকে শৈল্পিকভাবে তুলে ধরার জন্য ওই অভিনেত্রীকে গোপনে জীবন যাপন করতে বাধ্য করানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়নি। তবে অবৈধভাবে এটি দেশটির বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে।
ইরানের বিরোধীদের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, গত শনিবার ভাফামেহেরকে ওই সাজা দেওয়া হয়েছে। ভাফামেহেরের আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

No comments

Powered by Blogger.