ডলারের মূল্য নির্ধারণ নিয়ে বাফেদার ব্যাখ্যা

লারের সর্বোচ্চ বিক্রয়মূল্য ৭৬ টাকা এবং ক্রয়মূল্য ৭৫ টাকায় নির্ধারণ করা প্রসঙ্গে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) তাদের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে। বাফেদার পক্ষ থেকে বলা হয়েছে, এক্সচেঞ্জ হাউস থেকে সর্বোচ্চ ৭৬ টাকায় ব্যাংকগুলো ডলার সংগ্রহ করবে আর এক্সচেঞ্জ হাউসগুলো সর্বোচ্চ ৭৫ টাকায় ডলার কিনবে। আগামী ১৫ দিনের ডলার কেনাবেচার দামের ওপর নির্ভর করে এর ওয়েটেড এভারেজ নিয়ে একটি দাম ঠিক করা হবে, যা মেনে চলতে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হবে। কিন্তু পরামর্শ মানার ব্যাপারটি তাদের নিজস্ব ব্যাপার। ডলারের দাম নির্ধারণ করে নির্দিষ্ট করে দেয়ার অধিকার বাফেদার নেই।


বাফেদা শুধু ডলারের দাম সম্পর্কে পরামর্শ দিতে পারে। গতকাল জনতা ব্যাংকের কার্যালয়ে বাফেদার চেয়ারম্যান এসএম আমিনুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ ব্যাখ্যা দেন। এসএম আমিনুর রহমান আরও বলেন, বাফেদার একটি টেকনিক্যাল টিম রয়েছে যারা আগামী ১৫ দিনের ডলারের কেনা ও বেচার দামের ওপর নির্ভর করে ওয়েটেড এভারেজ করে পরে একটি দাম ঠিক করা হবে। যে দাম ঠিক করে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হবে যাতে তা মেনে চলে। তবে এটি এমন নয় যে, এ দাম নির্ধারণ করে দেয়ার পর এর চেয়ে বেশি কিংবা কম দামে কেউ ডলার কেনাবেচা করতে পারবে না। বাফেদা প্রেসিডেন্ট বলেন, মূলত ডলারের কেনাবেচার ক্ষেত্রে ব্যাংকগুলোতে যেন কোনো অবৈধ প্রতিযোগিতা না চলে এবং ডলারের সরবরাহ নিশ্চিত করা যায়, এ বিষয়টি নিশ্চিত করতেই বাফেদা চেষ্টা করছে।

No comments

Powered by Blogger.