এ বছর লেনদেনকারীর সংখ্যা ২৩ কোটিতে পৌঁছাবে : মিনশেং

ন্টারনেটের মাধ্যমে পণ্য কেনাবেচার হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুত বাড়ছে চীনে। সেই সঙ্গে বাড়ছে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের হার। বর্তমানে চীনারা মোবাইল ফোনের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় বিশেষ আগ্রহ প্রকাশ করছেন। চীনে মোবাইল ফোনের মাধ্যমে যে হারে লেনদেন হচ্ছে, তাতে বছর শেষে সংখ্যার হিসাবে তা ২৩ কোটিতে পেঁৗছবে। ফলে এ খাতে মোট লেনদেনের পরিমাণ হতে পারে ১১ দশমিক ৩৭ বিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪০০ শতাংশ বেশি। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মিনশেং সিকিউরিটিজ।


বাজারে স্মার্টফোন আসায় এ হার বিগত সময়ের তুলনায় দ্রুত বেড়েছে উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, স্মার্টফোনের মাধ্যমে এখন সহজে আর্থিক লেনদেন সম্ভব হচ্ছে। ফলে চীনারা দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছেন। গবেষকরা মনে করছেন, ২০১২ চীনারা মোবাইল ফোনে লেনদেন করতে পারেন ৩৫ দশমিক ৭৮ বিলিয়ন ইউয়ান। কেননা ওই সময়ের মধ্যে আরো ৯ কোটি লোক মোবাইল ফোনে লেনদেনে যোগ দেবেন। গত কয়েক বছরের তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, চীনে প্রতিবছর আট কোটির বেশি নতুন গ্রাহক মোবাইল ফোনের আওতায় আসছেন। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সর্বশেষ গত ২৬ সেপ্টম্বর জানিয়েছে, দেশটিতে বর্তমানে তৃতীয় প্রজন্মের (৩জি) মোবাইল সেবা নিচ্ছেন প্রায় ৯৪ কোটি ১০ লাখ জন। ৩জি গ্রাহকরা মোবাইল ওয়ালেট সুবিধা পাচ্ছেন। ফলে তাঁরা বিকল্প পদ্ধতিতে লেনদেনের হার বাড়িয়ে দিয়েছেন। ব্যবসায়ীরা গন্তব্যে না গিয়েও মোবাইল ফোনে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করতে পারছেন। এ ব্যাপারে ব্রিটিশ বাজার বিশেষজ্ঞ জুনিপার মনে করেন, ২০১৩ সালের মধ্যে পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও চীনের প্রায় ৭০ শতাংশ লোক মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করবেন। প্রসঙ্গত, চীন সরকার দেশটির মোট ৪০টি প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক পেমেন্ট লাইসেন্স (ইপিএল) দিয়েছে। সিনহুয়া।

No comments

Powered by Blogger.