দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ লি

চোট-আঘাতে পর্যুদস্ত হয়ে টেস্ট খেলাটা ছেড়েই দিয়েছিলেন ব্রেট লি। জাতীয় দলের হয়ে খেলতেন শুধু ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ম্যাচগুলো খেলা হচ্ছে না এই গতিতারকার। অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে তাঁর, সোমবার রাতেই হয়েছে অস্ত্রোপচার। দক্ষিণ আফ্রিকাতে এসে মাঠে নামার আগেই তাঁকে শুয়ে পড়তে হলো সার্জনের কাঁচির নিচে। তাই আগামী ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে এ অস্ট্রেলিয়ানকে।'


রবিবার কেপটাউনে আসার পরই তলপেটের ব্যথার কথা বলছিল লি'_এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেঙ্ কন্টুরিস, 'পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এ কারণে তার পক্ষে ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলা সম্ভব না।' দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, যথাসময়ে লি'র বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। খুব সম্ভবত অভিজ্ঞ মিচেল জনসনকেই ফিরিয়ে আনা হতে পারে টোয়েন্টি টোয়েন্টির দলে, কারণ ওয়ানডে সিরিজের দলেও যে আছেন এ বাঁহাতি। দরজাটা খুলে যেতে পারে মাত্র দুটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলা পিটার সিডলের জন্যও। শ্রীলঙ্কা সফরের পর হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠা রায়ান হ্যারিসও হতে পারেন সম্ভাব্য বিকল্প, যদিও মনে করা হয় হ্যারিস আসলে টেস্টের বোলার। সম্ভাবনা আছে এ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে খেলা ট্রেন্ট কোপল্যান্ড ও মাইকেল স্টার্কেরও।
ভারতের হয়ে সফলভাবে দায়িত্ব পালন করা গ্যারি কারস্টেনের এবার অভিষেক ঘটছে নিজের দেশের কোচ হিসেবে। তাঁর সঙ্গে 'নতুন' দায়িত্বে দেখা যাবে হাসিম আমলাকে। আঙুল ভেঙে যাওয়ার কারণে এবি ডি ভিলিয়ার্স এই সিরিজে খেলতে না পারায় আমলাকেই ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টি দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে। টেস্ট দলে অবশ্য অধিনায়ক থাকছেন গ্রায়েম স্মিথই। ক্রিকইনফো

No comments

Powered by Blogger.