কাসাবের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট মুম্বাই হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছেন।
মৃত্যুদণ্ডের আদেশ চ্যালেঞ্জ করে কাসাবের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গতকাল সোমবার এ স্থগিতাদেশ দেন।
সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি হিসেবে রাজু রামাচন্দ্রনকে নিয়োগ দেওয়ার পর কাসাব কারা কর্তৃপক্ষের মাধ্যমে এ আবেদন করেন।
বিচারপতি আফতাব আলম ও রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এ ব্যাপারে মহারাষ্ট্র সরকারকে একটি নোটিশ পাঠিয়েছেন। আদালত এটাও পরিষ্কার করেছেন যে অ্যামিকাস কিউরি রামাচন্দ্রন তাঁর প্রতিবেদন পেশ না করা পর্যন্ত কাসাবের মৃত্যুদণ্ডের বিষয়ে তাঁরা কোন সিদ্ধান্ত নেবেন না।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়। কাসাব হামলাকারী ১০ জন বন্দুকধারীর একজন। গতকাল রায় ঘোষণার আগে শুনানির সময় বিচারপতি আফতাব আলম বলেন, ‘যদিও কাসাব এ ধরনের আবেদন করার যোগ্য নন, তার পরও সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এই মামলার শুনানি হবে।’

No comments

Powered by Blogger.