সংসদে বীমা আইন ও বীমা কর্তৃপক্ষ বিল পাস

 অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বুধবার জাতীয় সংসদে আলোচিত বীমা সংক্রানত্ম দুটি বিল পাস হয়েছে। পাসকৃত বিল দুটি হচ্ছে- 'বীমা আইন-২০১০' এবং 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপ বিল-২০১০'।
বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই বিল দু'টি আনা হয়। বিলটি পাসের ফলে এখন থেকে একই ব্যক্তি একের অধিক ব্যাংক-বীমাসহ কোন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে বিল দু'টি পাসের প্রসত্মাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এরআগে বিরোধী দলের সদস্যদের বিল দু'টি যাচাই-বাছাইয়ের প্রসত্মাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে সরকারী দলের এ্যাডভোকেট আবদুল মতিন খসরম্ন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, বিএনপির জাফরম্নল ইসলাম চৌধুরী ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য ফজলুল আজিমের কয়েকটি সংশোধনী প্রসত্মাব গৃহীত হয়েছে। পরে সংশোধনীসহ বিল দুটি পাস হয়।

No comments

Powered by Blogger.