‘নাম মমতা, আচরণ মমতাময় নয়’

দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, ‘তাঁর নাম মমতা, কিন্তু আচরণ মমতাময় নয়। মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্র চালাচ্ছেন।
উনি পাহাড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। উনি পাহাড়ে দাঙ্গা বাধাতে এসেছেন।’ বিমল গুরুং গত বুধবার দার্জিলিংয়ের বিজনবাড়ি সেতুর উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে গিয়ে জনমুক্তি মোর্চার বিক্ষোভের মুখে পড়েন। জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকেরা তাঁর সামনেই পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তোলে স্লোগান দেন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং পশ্চিমবঙ্গেরই অঙ্গ। পশ্চিমবঙ্গ ভেঙে আলাদা গোর্খাল্যান্ড রাজ্য নয়।
মুখ্যমন্ত্রীর এ বক্তব্যের পর জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে তাঁর বাগ্যুদ্ধ শুরু হয়।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১১ সালের দার্জিলিং সমস্যার সমাধানে গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ গঠিত হয়। এখন পুরোনো দাবি নিয়ে মাঠে নেমেছে বিমল গুরুং।

No comments

Powered by Blogger.