বিরোধপূর্ণ জলসীমায় চীনা জাহাজ

জাপানের কর্মকর্তারা বলেছেন, বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরের জলসীমায় গতকাল রোববার চারটি চীনা জাহাজকে দেখা গেছে।
এ দিকে টোকিও বিরোধপূর্ণ জলসীমায় চীনা ফ্রিগেট জাহাজগুলোর ভিডিও ফুটেজ ও ছবিকে তাদের অভিযোগের প্রমাণ হিসেবে প্রকাশ করার বিষয়টি ভেবে দেখছে। গত সপ্তাহে টোকিওর অভিযোগ উত্থাপনের পর এ প্রথমবারের মতো এসব ভিডিওচিত্র ও ছবি প্রকাশের বিষয়টি বলা হলো। ওই অভিযোগে বলা হয় পূর্ব চীন সাগরে জাপানি নিয়ন্ত্রণাধীন দ্বীপপুঞ্জের কাছে চীন নজরদারি জাহাজ পাঠিয়েছিল।

টোকিও অভিযোগ করে চীনের একটি ফ্রিগেট জাহাজের অস্ত্র শনাক্তকরণ রাডার জাপানের একটি ডেস্ট্রোয়ারের দিকে তাক করে।

No comments

Powered by Blogger.