মালির তিম্বুকতু শহরে গণকবর আবিষ্কৃত

মালির ইসলামপন্থী গেরিলাদের দখল থেকে সম্প্রতি ফরাসি বাহিনীর মুক্ত করা উত্তরাঞ্চলীয় শহর তিম্বুকতুতে একটি গণকবর আবিষ্কৃত হয়েছে। গত শনিবার মৌরিতানিয়ার সংবাদ সংস্থা এ খবর জানায়।

কবরে পাওয়া লাশগুলো থেকে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা ছিলেন আরব দোকানদার। সরকারি বাহিনী তাদের ধরে নিয়েছিল। এরপর তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। গত শুক্রবার গণকবরটি আবিষ্কৃত হয়।

মালির উত্তরাঞ্চলীয় শহরটি  দীর্ঘ ১০ মাস ইসলামপন্থীদের দখলে থাকার পর ফ্রান্সের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে। তারপর সেখানে আরব ও তুয়ারেগ বাসিন্দারা ইসলামপন্থীদের সমর্থনের অজুহাতে প্রতিহিংসার শিকার হয়।

No comments

Powered by Blogger.