স্বচ্ছ স্মার্টফোন!

চলতি বছরেই কাচের মতো স্বচ্ছ স্মার্টফোন বাজারে আনতে পারে তাইওয়ানের ডিসপ্লে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান পলিট্রন। সম্প্রতি স্বচ্ছ কাঠামোর একটি স্মার্টফোনের প্রোটোটাইপ তৈরি করেছে পলিট্রন।
এ স্মার্টফোনটির এক দিক দিয়ে দেখলে অন্য দিকে কি আছে তা পরিষ্কার দেখা যায়। পলিট্রনের এক কর্মকর্তা এ স্মার্টফোনটি চলতি বছরেই বাজারে আনার কথা জানিয়েছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পলিট্রনের তৈরি স্বচ্ছ মোবাইল ফোনটির কাঠামো হালকা-পাতলা কাচ ব্যবহার করে তৈরি করা হয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লেটিও স্বচ্ছ।
পলিট্রন কর্তৃপক্ষের ভাষ্য, পলিট্রনের নকশা করা স্মার্টফোনে বিশেষ ধরনের কাচ ও স্মার্টফোনের জন্য পেটেন্ট করা প্রায় অদৃশ্য বিশেষ বৈদ্যুতিক সার্কিট ব্যবহার করা হতে পারে। এ প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনটিকে কাচের মতো স্বচ্ছ দেখানো সম্ভব।
পলিট্রনের ব্যবস্থাপনা পরিচালক স্যাম ইউ জানিয়েছেন, স্বচ্ছ ডিসপ্লে প্রযুক্তির এ স্মার্টফোন বাজারে আনতে বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। তবে বাজারে এ স্মার্টফোনের দাম প্রসঙ্গে কোনো তথ্য জানাননি তিনি।

No comments

Powered by Blogger.