ইনটেল-নির্ভর ফ্যাবলেট আনছে আসুস

ইনটেলের চিপ-নির্ভর একটি নতুন ফ্যাবলেট বাজারে আনতে পারে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ছয় ইঞ্চি স্মার্টফোনের চেয়ে আকারে বড় আবার ট্যাবলেট কম্পিউটারের চেয়ে আকারে ছোটো পণ্যকে ফ্যাবলেট বলেন গবেষকেরা।
আসুসের তৈরি ৭ ইঞ্চি মাপের ফ্যাবলেটটির নাম হতে পারে ‘ফোনপ্যাড’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
আসুসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে এই প্যাডফোন দেখাতে পারে আসুস। এর আগে ৭ ইঞ্চি মাপের গুগল নেক্সাস ৭ ট্যাবলেট বাজারে এনেছিল আসুস।
আসুসের ফোনপ্যাডের কাঠামো হবে অ্যালুমিনিয়ামের আর এর পেছনে ইনটেলের লোগো থাকবে।
সামনের দিকে ক্যামেরা, এক গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধার এ ফ্যাবলেটটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি আসুস।

No comments

Powered by Blogger.