মিনারের কমিকসের বই

‘আমি কিন্তু সংগীতশিল্পী হওয়ার আগে কার্টুন আঁকা শুরু করি। ২০০৮ সাল থেকে আছি উন্মাদ পত্রিকার সঙ্গে। প্রথম আলোর রস+আলোতেও কার্টুন এঁকেছি।
কার্টুনিস্ট পরিচয়টা দারুণ উপভোগ করি। এবার আমার কমিকসের বই বেরিয়েছে। নাম গাবলু।’ বললেন মিনার। বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় গতকাল শনিবার এসেছে মিনারের কমিকসের বই। দাম ৩০ টাকা। প্রকাশ করেছে আজব প্রকাশনী। মেলায় পাওয়া যাচ্ছে জনান্তিক, দিনরাত্রি আর ভাষাচিত্রের স্টলে। বইটির ভাবনার ব্যাপারে মিনার জানান, ভেজাল খাবারের বিরুদ্ধে সবাইকে সচেতন করছে গাবলু। তার পাশে আছে জনপ্রিয় কিছু কার্টুন চরিত্র। কমিকসে সংলাপ লেখার ব্যাপারে মিনারকে সহযোগিতা করেছেন খালেদ হাসান।
এ পর্যন্ত বেরিয়েছে মিনারের দুটি অ্যালবাম—ডানপিটে (২০০৮) ও আড়ি (২০১১)। মিনার জানান, এ বছর আসবে তাঁর গানের তৃতীয় অ্যালবাম।

No comments

Powered by Blogger.