ধবলধোলাই হলো ওয়েস্ট ইন্ডিজ

ধবলধোলাই এড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। আগের চার ম্যাচের মতো আজ রোববার সিরিজের শেষ ম্যাচেও স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ক্যারিবীয় দল।
ওয়েস্ট ইন্ডিজ আজ হেরেছে ১৭ রানে। এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে ২৫৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ধবলধোলাই এড়ানোর যথাসাধ্য চেষ্টাই করেছিলেন দুই ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লস ও কাইরন পোলার্ড। কিন্তু বাকিদের ব্যর্থতায় বৃথা যায় তাঁদের লড়াই। সাজঘরে ফেরার আগে চার্লস করেন ১০০ রান। তাঁর ১২১ বলের ইনিংসটিতে ছিল আটটি চার ও একটি ছয়ের মার। চার্লসের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন পোলার্ড। কিন্তু ব্যক্তিগত ৪৫ রানে ফিরে যান তিনি।
এ ম্যাচে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের কারিগর ছিলেন অ্যাডাম ভোগস। এক প্রান্ত আগলে রেখে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ১০৬ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার ও দুটি ছয়ের মার। ইনিংস শেষ হওয়ার সময় ভোগসের সঙ্গে ৩১ রানে অপরাজিত থাকেন জেমস ফুলনার। এ ছাড়া ব্রাড হাডিন ৪৩, শন মার্শ ৪০ ও ফিল হিউজেস ২৯ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২৭৪/৫ (৫০ ওভার)
ভোগস ১১২, হাডিন ৪৩, মার্শ ৪০
বেস্ট ২/৭১, ডুয়াইন ব্রাভো ২/৬২
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৭/১০ (৪৯.৫ ওভার)
চার্লস ১০০, পোলার্ড ৪৫, ড্যারেন ব্রাভো ৩৩
জনসন ৩/৫০, ম্যাকাই ৩/৫২
ফল: অস্ট্রেলিয়া ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা: অ্যাডাম ভোগস
সূত্র: ক্রিকইনফো।

No comments

Powered by Blogger.