সামাজিক যোগাযোগে দ্বিতীয় গুগল প্লাস

জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে গুগল প্লাস। ২০১১ সালের ২৮ জুন চালু হয়েছিল গুগলের সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইটটি।
যুক্তরাজ্যের বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডসস্ট্রিমের গ্লোবাল ওয়েব ইনডেক্সে গুগল প্লাসকে দ্বিতীয় জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট দেখানো হয়েছে। জনপ্রিয়তার হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে ইউটিউব। টুইটারের অবস্থান চার নম্বরে। জনপ্রিয়তার হিসেবে শীর্ষে রয়েছে একশো কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোডো।
ট্রেন্ডসস্ট্রিমের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় ফেসবুক ব্যবহারকারির সংখ্যা প্রায় ৭০ কোটি আর গুগল প্লাস ব্যবহারকারীর সংখ্যা ৩৪ কোটি।

No comments

Powered by Blogger.