শ্রীলঙ্কায় চিরকুটের গান

শ্রীলঙ্কার সংগীত উৎসবে এবার গান করবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট। চিরকুটের সদস্য সুমী জানান, ‘জাফনা সংগীত উৎসব ২০১১’ ও ‘গল সংগীত উৎসব ২০১২’-এর আয়োজকেরা এবার যৌথভাবে একটি সংগীত উৎসবের আয়োজন করেছেন।
এখানে উচ্চাঙ্গসংগীতের পাশাপাশি থাকবে ব্যান্ডের গান, লোকগান ও ফিউশন। এই উৎসবে আগামী ১ ও ২ মার্চ জাফনায় এবং ৪ মার্চ কলম্বোতে গান গাইবে চিরকুট। উৎসবটি আয়োজনে সহযোগিতা করছে শ্রীলঙ্কার নরওয়ের দূতাবাস ও ইউএসএইড।
সুমী বলেন, ‘সম্প্রতি আমরা ভারতে স্থানীয় নরওয়ে দূতাবাসের আমন্ত্রণে কয়েকটি কনসার্টে গান গেয়েছি। এরপর শ্রীলঙ্কার আমন্ত্রণটি পেয়েছি। এ ধরনের উৎসব সংগীতের জন্য বড় প্ল্যাটফর্ম। এখানে বিশ্বের বিভিন্ন দেশের ব্যান্ড ও শিল্পীরা অংশ নেবেন। ফলে নিজেদের গান শোনানোর পাশাপাশি সবার সঙ্গে পরিচিত হওয়া যায়। অন্যান্য দেশের ব্যান্ড ও শিল্পীরা কী ধরনের চর্চা করছেন, তা জানা যায়। নিজেরা আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাই।’
সুমী আরও জানান, উৎসবে অংশ নেওয়ার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি তাঁরা শ্রীলঙ্কায় যাবেন।

No comments

Powered by Blogger.