রামেক হাসপাতালে আরও এক নিপাহ ভাইরাস রোগী

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী এলাকার জিন্না আলী (৪০) নামের মৃত আরও এক ব্যক্তির রক্তের নমুনায় নিপাহ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
এ ঘটনার পর মৃত জিন্নার স্ত্রী আছিয়া খাতুনকে সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ জানুয়ারি রাতে জিন্না নিপাহ ভাইরাসেই আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকালে এ দুইজনের রিপোর্টই হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পেয়েছেন।
এদিকে, নিপাহ ভাইরাস নিশ্চিত হতে সোমবার দুপুরে একই পরিবারের আটজনসহ আরও ১৪ জনের রক্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইসিডিডিআরবিতে পাঠিয়েছেন চিকিৎসকরা। রামেক হাসাপাতালের তথ্যমতে সোমবার দুপুর পর্যন্ত গত আট দিনে রামেক হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে দুই শিশুসহ চার জনের। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই শিশুসহ তিনজন।
বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন, মৃত জিন্নার স্ত্রী আছিয়া খাতুন, তার ৮ মাসের ছেলে মিল্লাত ও পাবনা জেলার চাটমোহর উপজেলা সদরের বনগ্রামের আলাল উদ্দিনের তিন বছরের মেয়ে আলফা।

No comments

Powered by Blogger.