২৭ জানুয়ারি সংসদ অধিবেশন

আগামী ২৭ জানুয়ারি নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করা হয়েছে। এটিই হতে যাচ্ছে নবম জাতীয় সংসদের শেষ বছরের প্রথম অধিবেশন। ওইদিন বিকেল সাড়ে তিনটায় অধিবেশন শুরু হবে।
অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ভাষণ দিবেন। শীতকালীন এই অধিবেশন দীর্ঘ হতে পারে। সোমবার জাতীয় সংসদের গণসংযোগ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত করা হবে। তবে সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরপর ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন। তবে বিএনপিসহ বিরোধীদলীয় জোটের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করবেন বলে জানা গেছে। অধিবেশনের পুরো সময়ই বিরোধী দল বর্জন করতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জানুয়ারি চলতি নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়।

No comments

Powered by Blogger.