রাজধানীতে শিশুদের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হবে

রাজধানীতে শিশুদের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন সভাপতিত্ব করেন। প্রাথমিকভাবে বিমানবন্দর এলাকা, সোনারগাঁও হোটেল, রূপসী বাংলা হোটেল, র‌্যাডিসন হোটেল, বেইলি রোড, কূটনৈতিক অঞ্চল ও দূতাবাস এলাকাগুলোকে ভিক্ষুকমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব এলাকা ভিক্ষুকদের সরকারি পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.