সমবায় মেলা উদ্বোধন ॥ ১১৩টি স্টল

"রূপকল্প ২০২১ বাসত্মবায়নে সমবায়"_ এই সেস্নাগানকে সামনে রেখে রাজধানীর সমবায় ভবন চত্বরে শুরম্ন হয়েছে ১০ দিনব্যাপী সমবায় মেলা। চলবে ২৩ ফেব্রম্নয়ারি পর্যনত্ম।
এবারের মেলায় ৯৬টি সমবায়ী প্রতিষ্ঠানের ১১৩টি স্টল স্থান পেয়েছে। রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, শুধু সমবায় ব্যাংক বলে কথা নয়, পুরো সমবায় অঙ্গন রম্নগ্ন অবস্থায় পড়ে আছে। রম্নগ্ন এই সেক্টরে আবারও রক্ত সঞ্চালনসহ হৃৎপি-ে প্রেরণা দিচ্ছি। সমবায়কে প্রকৃত আন্দোলনে রূপ চেয়ার চেষ্টা চলছে। সমবায় ব্যাংক ও বিআরডিবিকে মূল কাঠামোতে আনার পরিকল্পনা চূড়ানত্ম। একটি বাড়ি একটি খামার প্রকল্প চালুর চেষ্টা চলছে। সমবায় খাতে মৎস্যজীবীদের জন্য বরাদ্দ ২০৭ কোটি টাকা আত্নসাতের ঘটনার তদনত্ম চলছে। ইতোমধ্যে তদনত্ম রিপোর্ট আমাদের হাতে এসেছে। অর্থ আত্নসাতের ফাঁকফোকর চিহ্নিত করা হচ্ছে। এ ব্যাপারে দোষীদের বিরম্নদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সমবায় আইন নতুনভাবে ঢেলে সাজানো হবে।

No comments

Powered by Blogger.