প্রিন্টারের বিশেষ সুবিধা ব্যবহার নিয়ে চুক্তি

কম্পিউটারভিত্তিক ছাপার ক্ষেত্রে আরও সুবিধার জন্য রিকো ফটোকপিয়ার ও রিকো ই-জেড চার্জার সলিউশন ব্যবহারসংক্রান্ত এক চুক্তি অনুষ্ঠিত হয়েছে। রিকোর পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং ভিয়েলাটেক্স গ্রুপের মধ্যে এ চুক্তি হয়।
গত সোমবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন ভিয়েলাটেক্সের হেড অব আইএসএস রানা সোহেল এবং স্মার্টের করপোরেট সেলস বিভাগের প্রধান শেখ হাসান ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান কে এম রেজাউল হাসানাত, স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামসহ অনেকে। চুক্তি অনুযায়ী ভিয়েলাটেক্স গ্রুপ রিকো ফটোকপিয়ার এবং রিকো ই-জেড চার্জার সলিউশন ব্যবহার করবে।
রিকোর ইজেড চার্জারের মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান খুব সহজে অপচয় নিয়ন্ত্রণ করতে পারবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী তাঁদের আইডি কার্ড ব্যবহার করে প্রিন্টিং বা ফটোকপি নিতে পারবেন।
—নিজস্ব প্রতিবেদক

No comments

Powered by Blogger.