জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি প্রবাসীদের

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ও তাদের সহযোগী মৌলবাদী ছাত্রসংগঠন শিবিরকে নিষিদ্ধ করার দাবি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। দেশের বিভিন্ন দল ও সংগঠনের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বিদেশে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা অবিলম্বে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ও প্রতিহত করার আহবান জানিয়ে বলেছেন, পিলখানা নৃশংসতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বর্বরতা একই সূত্রে গাঁথা। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রসত্ম করতে স্বাধীনতাবিরোধী চক্র সংগঠিত হচ্ছে। দেশের স্বার্থে অবিলম্বে এ বিচার কাজ শুরম্ন করতে হবে। পৃথক পৃথক সংবাদ সম্মেলন এবং বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি করেন। ১৪ ফেব্রম্নয়ারি নিউইয়র্ক শহরের এস্টোরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্ধ বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের নির্দেশ পুরোপুরি কার্যকর হলে ধর্মভিত্তিক দলগুলো আপনাআপনি নিষিদ্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। লিখিত বক্তব্য রাখেন শিৰা সম্পাদক শামসুদ্দিন আযাদ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. সিদ্দুকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনত্মর্জাতিক সম্পাদক আবুল কাসেম, নির্বাহী সদস্য আব্দুস সামাদ আজাদ, মুজিবুল মাওলা, মহিলা আওয়ামী লীগের আহবায়ক মমতাজ শাহনাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সদস্য সচিব মুজিবুর রহমান মিয়া, সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী শ্রমিক লীগ নেতা হেলাল চৌধুরী । সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্মের নামে রাজনৈতিক দলের ব্যানারে যারা রগ কাটছে এবং মানুষ হত্যা করছে তাদের স্বরূপ আনত্মর্জাতিক মহলে উন্মোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পৰ থেকে জামায়াত-শিবিরের নৃশংসতামূলক কর্মকা- জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোকে জানিয়ে দেয়া হচ্ছে ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. সিদ্দিকুর রহমান বলেছেন, বিভিন্ন স্থানে টেন্ডারবাজি, চাঁদাবাজিতে ছাত্রলীগ জড়িত বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। প্রকৃত সত্য হচ্ছে চাঁদাবাজ আর টেন্ডারবাজরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের এজেন্ট। ৰমতার পট পরিবর্তনের পর তারা রং বদলিয়ে ছাত্র লীগ হয়ে মহাজোট সরকারের ইমেজ নষ্ট করতে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তা বাসত্মবায়ন করছে। তিনি বলেন, ছাত্রলীগের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে একই দিন নিউইয়র্কে শেখ হাসিনা মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রসত্ম করতে জামায়াত-শিবির সারাদেশে হত্যার রাজনীতি শুরম্ন করেছে। তাদের দেশের শত্রম্ন অভিহিত করে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।
সংগঠনের সেক্রেটারি কায়কোবাদ খানের পরিচালনায় এবং মোসত্মাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাকিমুল ইসলাম খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের সাবেক প্রাক্তন আনত্মজর্াতিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক শামসুল আলম, যুক্তরাষ্ট্র স্ট্রেট শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি জিএইচ আরজু প্রমুখ।
ইসলামী ছাত্র শিবিরকে জামায়াতে ইসলামীর ওহাবী রাজনীতিতে উগ্র সন্ত্রাসীদের উচ্চ মাধ্যমিক শিৰালয় আখ্যা দিয়ে সাম্প্রদায়িক ইসলামের নামে হাত-পায়ের রগ কাটা, মানুষ হত্যাকারী দলসহ সকল জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে বহির্বিশ্বের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাখাগুলো। সোমবার প্রেরিত বিবৃতিতে বলা হয়, একাত্তরের হিস্র হায়েনার দলকে আবার পুনরম্নজ্জীবিত হতে দেখে বহির্বিশ্বের বাঙালীরা উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে শিবিরের জঙ্গীরা নিরীহ ঘুমনত্ম ছাত্রদের পৈশাচিক কায়দায় যেভাবে হত্যা করেছে তা আমাদের '৭১-এর ২৫ মার্চের কালরাতের হত্যাযজ্ঞের কথা স্মরণ করিয়ে দেয়। নিমর্ূল কমিটির সুইডেন শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আখতার এম জামান বলেন, সংবিধানের ৫ম সংশোধনীর বাতিল আদেশ রায় বাঙালীদের কাছে যেন যুগ যুগ পরে হারিয়ে যাওয়া এক মায়ের সনত্মানকে ফিরে পাওয়ার মতো।
বিবৃতিতে স্বাৰর করেন নির্মূল কমিটির সৌদি আরব, সুইডেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া শাখার সভাপতি যথাক্রমে দেওয়ান আব্দুল বাসেত, আখতার এম জামান, নাহিদ কবীর কাকলী, ফাহিম রেজা নূর, নজরম্নল ইসলাম, ডা. বিবি চৌধুরী, বিলস্নাল হোসেন জামাল এবং টিটো সোহেল।

No comments

Powered by Blogger.