অ্যাসাঞ্জকে লন্ডনে জিজ্ঞাসাবাদের আহ্বান

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে লন্ডনে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছে ইকুয়েডর। অ্যাসাঞ্জের মা ক্রিস্টিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো গতকাল সোমবার এ আহ্বান জানান।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে রিকার্ডো পাতিনো বলেন, ‘লন্ডনের ইকুয়েডর দূতাবাসে এসে অ্যাসাঞ্জের বক্তব্য নেওয়ার ব্যাপারে সুইডেন সরকারকে অনুরোধ জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে সে দেশে নিয়োজিত ইকুয়েডরের রাষ্ট্রদূত।’
ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেকোনো মূল্যে অ্যাসাঞ্জের জীবন রক্ষা করতেই আমরা সুইডেন সরকারের কাছে এ অনুরোধ করেছি।’
অ্যাসাঞ্জের বিষয়ে কথা বলতে গতকালই ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনোর সঙ্গে দেখা করেন ক্রিস্টিন। সরকারি একটি ওয়েবসাইটে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, প্রেসিডেন্ট ও তাঁর সহযোগীরা এ ব্যাপারে সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন।’
রিকার্ডো পাতিনো জানিয়েছেন, আশ্রয় চেয়ে অ্যাসাঞ্জের আবেদনের বিষয়ে লন্ডন অলিম্পিকের পর আগামী ১২ আগস্ট সিদ্ধান্ত জানাবে ইকুয়েডর সরকার।
ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে হস্তান্তরের আদেশ দেন যুক্তরাজ্যের হাইকোর্ট। এরপর অ্যাসাঞ্জ ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে দেশটির সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে গিয়ে ওঠেন এবং সে দেশে আশ্রয় চান। সুইডেন সরকার অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে বলে প্রথম থেকেই আশঙ্কা জানিয়ে আসছেন উইকিলিকসপ্রধান।

No comments

Powered by Blogger.