আত্মার পরিশুদ্ধি ঘটায় রোজা by মিরাজ রহমান

রোজা বা সিয়ামের বহুমুখী উপকারিতার মধ্যে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করার বিষয়টি অন্যতম। প্রতিটি ইবাদতের মধ্যেই কিছুটা রিয়া বা লৌকিকতার অংশ থাকে এবং সেটা স্বাভাবিক। অনেক সময় শয়তানের ধোঁকায়ও এমনটা হয়।


কিন্তু রোজা এমন একটি ইবাদত, যার মধ্যে লৌকিকতা বা রিয়ার কোনো অবকাশ নেই। ইচ্ছা করলেই রোজা পালন করা যায়, আবার যেকোনো সময় ভেঙে ফেলাও যায়। এখানেই ইবাদতটির মধ্যে পালনকারীর একান্ত ইচ্ছা প্রধান পুঁজি। সারা দিন রোজা রাখার কারণে ক্ষুধা ও পিপাসার প্রচণ্ডতা যখন বৃদ্ধি পায়, তখন ঘরে থাকা খাবার গ্রহণ করার অবকাশ থাকে। অন্যকে না জানিয়ে বা না দেখিয়ে রোজা ভাঙার সুযোগ থাকা সত্ত্বেও রোজাদার একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসে এবং তাঁরই হুকুম মেনে চলার ইচ্ছায় কোনো খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকেন। কারণ তিনি জানেন, আর কেউ দেখুক আর না দেখুক- মহান আল্লাহ দেখছেন। পবিত্র রমজানের রোজার প্রতিদান প্রদান সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণনা করা হয়েছে আল্লাহ মহান বলেছেন, 'বান্দা একমাত্র আমার সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রেখেছে, পানাহার ত্যাগ করেছে; তাই আমি নিজেই এর প্রতিদান প্রদান করব।'
আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেছেন, 'রোজা পালন বা সিয়ামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার পাশবিক ইচ্ছা ও জৈবিক চাহিদা থেকে মুক্ত রাখা এবং জৈবিক চাহিদাগুলোর মধ্যে সুস্থতা ও স্বাভাবিকতা প্রতিষ্ঠা করা। সিয়াম পালনের মাধ্যমেই মানুষের মধ্যে আত্মিক পরিশুদ্ধি অর্জিত হয়। আল্লামা ইমাম গাজ্জালি (রহ.) সিয়াম বা রোজার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, 'আল্লাহর গুণে গুণান্বিত করে তোলাই সিয়াম বা রোজা পালনের উদ্দেশ্য। সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ ফেরেশতাদের অনুকরণের আওতায় চলে আসে এবং এর দ্বারা যত দূর সম্ভব প্রবৃত্তির গোলামি থেকে মুক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করে।'
ওষুধ দুই ধরনের। Curative ও Preventive। রোগ দেখা দিলে অথবা রোগের আশঙ্কা থাকলেই ওষুধ ব্যবহার করা হয়। যে পার্থিব ক্ষমতা ও সম্পদ, লোভ-লালসা, কামনা-বাসনা মানব আত্মাকে পঙ্কিল করে দেয় তা তখন মক্কার মুসলিমদের মধ্যে ছিল না। মদিনায় হিজরত করার পর অবস্থার পরিবর্তন ঘটে। আনসারদের সহযোগিতায় ধীরে ধীরে মুসলমানদের অবস্থার পরিবর্তন সাধিত হতে শুরু হলো এবং বিজয়ের পালা শুরু হলো। দুনিয়ার আসল রূপ উপস্থাপিত হতে শুরু করল মুসলমানদের সামনে। এটা ছিল Transitory Period, যাতে রোগ সৃষ্টির আগেই Preventive ব্যবহার করা হয়। তাই আল্লাহ মহান রোজা ফরজ করার মাধ্যমে মুসলমানদের আত্মাকে সম্পদ-ক্ষমতা-ব্যাধি থেকে মুক্ত রাখার ব্যবস্থা করে দিলেন। তাই তো একজন অভুক্ত দরিদ্রের রোজা পালনের তুলনায় একজন বিত্তবানের রোজা পালনের গুরুত্ব ইসলামে বেশি। রোজার তিনটি উদ্দেশ্য রয়েছে। এক. তাকওয়া; দুই. তাকবির এবং তিন. শোকর বা কৃতজ্ঞতা। বান্দা রোজা পালনের মাধ্যমে তাকওয়ার গুণে গুণান্বিত হবে। আল্লাহ মহানের মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব অনুধাবনের মাধ্যমে পূর্ণভাবে নিজেকে নিবেদন করবে। তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চলবে। রোজা পালন করা যদি কোনো মুসলমানের মধ্যে ওই তিনটি অবস্থা সৃষ্টি করতে অক্ষম হয়, তবে বুঝতে হবে তার রোজা পালন সঠিকভাবে হচ্ছে না। নবীজি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি ইমান ও ইহতিসাবের মাধ্যমে রোজা পালন করবে, তার আগের সব গুনাহ মাফ করা হবে।'
রোজা একজন রোজাদারকে কুপ্রবৃত্তি, অনাচার, অশ্লীলতা, মিথ্যাচার, বিশৃঙ্খলা ইত্যাদি থেকে বিরত রাখার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে। আর এ জন্যই হাদিসে বলা হয়েছে, 'রোজা মুমিনের জন্য ঢালস্বরূপ।'
নবীজি (সা.) ইরশাদ করেন, 'রোজা অবস্থায় যদি কেউ তোমাকে গালি দেয় অথবা ঝগড়া করে, তবে তাকে বলো যে আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না।' নবীজি (সা.)-এর আদেশ মোতাবেক কেউ যদি এমন কথা বলে, তখন এ অবস্থায় কেউ নিশ্চয়ই আর গালি দেবে না বা ঝগড়া করার জন্য এগিয়ে আসবে না। কাজেই রোজার মাধ্যমে মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহসহ আত্মিক পরিশুদ্ধি অর্জন করার বাধাগুলো দমন হয়। আর এভাবেই রোজার মাধ্যমে মানুষের আত্মিক পরিশুদ্ধি সাধিত হয়। পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যমে একজন মুসলমানের মধ্যে এতটাই আত্মিক পরিশুদ্ধি সাধিত হয়, কোনো ধরনের কুমন্ত্রণায় রোজাদার কখনো লুকিয়ে কিংবা আড়ালে কোনো খাবার গ্রহণ করেন না কিংবা কোনো ধরনের কামভাব চরিতার্থ করেন না।
লেখক : সাংবাদিক

No comments

Powered by Blogger.