মেরকোসুরে যোগ দিতে শাভেজ ব্রাজিলে

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ সরকারি সফরে গতকাল মঙ্গলবার ব্রাজিলে পেঁৗছেছেন। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটাই তাঁর প্রথম বিদেশ সফর। লাতিন আমেরিকার দেশগুলো বাণিজ্যিক জোট মেরকোসুরের বিশেষ সম্মেলনে যোগ দিতে শাভেজ ব্রাজিল সফর করছেন। ব্রাসিলিয়ায় গতকাল মঙ্গলবার বসেছে এ সম্মেলন।


বাণিজ্যিক জোট মেরকোসুরের অন্য সদস্য দেশ হলো আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও প্যারাগুয়ে (পূর্ণ সদস্য) এবং বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু এ জোটের সহযোগী সদস্য। শাভেজ গণতন্ত্রবিরোধী_এ অভিযোগ প্যারাগুয়ে গত ছয় ধরে তাদের পূর্ণ সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে ভোটো দিয়ে আসছে। সম্প্রতি অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট ফেরনান্দো লুগো ক্ষমতাচ্যুত করায় প্যারাগুয়ের সদস্য পদ স্থগিত হয়ে যায়। এর ফলে ভেনিজুয়েলার সামনে মেরকোসুর জোটের সদস্য হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ব্রাজিলের উদ্দেশে রওনা দেওয়ার আগে শাভেজ বলেন, মেরকোসুরভুক্ত দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন করে। এটা জীববৈচিত্র্যের অন্যতম ভাণ্ডার। এ ছাড়া এখানে সুপেয় পানির মজুদও রয়েছে। এ জোটে সবকিছুই আছে। এ জোটে শুধু ভেনিজুয়েলারই কমতি ছিল। অর্থনৈতিক এ জোটে ভেনিজুয়েলার প্রয়োজন।
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য শাভেজকে গত এক বছর আন্তর্জাতিক কোনো বৈঠকে দেখা যায়নি। তবে বর্তমানে তিনি সুস্থ হওয়ার পর ফের জনম্মুখে উপস্থিত হতে শুরু করেছেন। এ ছাড়া আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র : বিবিসি, ব্যাংকক পোস্ট।

No comments

Powered by Blogger.