এখনও কোচিং বাণিজ্য

কোন কোন শিক্ষক আছেন যারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়াতে আগ্রহী হন না, কিন্তু প্রাইভেট পড়াতে মনোযোগ ও আগ্রহের কমতি থাকে না। এসব শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর জন্য অনেক ৭সময় বাধ্য করে থাকে। প্রাইভেট না পড়লে পরীক্ষায় কম নম্বর দেয়ার নজিরও দেখা যায়।


আবার যারা প্রাইভেট পড়ে তাদের পরীক্ষার প্রশ্ন বলে দেয়া, বিশেষ সঙ্কেতের মাধ্যমে খাতায় মার্ক করা থাকলে অতিরিক্ত নম্বর দেয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়ার মতো অভিযোগও আছে। অভিভাবকরাও অনেকটা বাধ্য হয়েই কোচিং সেন্টারে তাদের ছেলেমেয়েকে পাঠান। কোচিং বাণিজ্য আমাদের শিক্ষাব্যবস্থার মেরুদ-ের ওপর আঘাতস্বরূপ। বিদ্যালয় হচ্ছে শিক্ষণ-শিখন প্রক্রিয়ার কেন্দ্র। এখানেই শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় জ্ঞানান্বেষণের পথ খুঁজে পেয়ে নিজেদের শানিত করে তোলে। শিক্ষকের পবিত্রতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের তাদের মেধা, বয়স, সামর্থ্য ইত্যাদি বিবেচনা করে দেশে প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। কিন্তু পরিতাপের বিষয়, কোন কোন শিক্ষক তাদের মূল দায়িত্ব থেকে সরে এসে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করে ফেলেছেন। এটি যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই অবমাননাকর। শিক্ষা ক্ষেত্রে দিন দিন উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এর পেছনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে কোচিং বাণিজ্য নামক এই বিষফোঁড়া কেটে ফেলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে। সরকার গ্রহণ করেছে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা। এই নীতিমালা না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। নীতিমাল লঙ্ঘনের অপরাধে এমপিও বন্ধ, চাকরিচ্যুতসহ শাস্তির বিধান রাখা হয়েছে। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যদি পরিচালনা পর্ষদ না নিতে পারে তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। একই সঙ্গে নীতিমালা বাস্তবায়ন কাজ মনিটরিংয়ের জন্য মেট্রোপলিটন বা বিভাগীয় এলাকা, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। সরকার কোচিং বাণিজ্য বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ হলেও অসাধু কিছু শিক্ষক এখনও নির্বিচারে চালিয়ে যাচ্ছে তাদের কোচিং বাণিজ্য। জানা যায়, রাজধানীর নামী দামী নয়টি স্কুলের ১৬৬ শিক্ষক এখনও কোচিং বাণিজ্য নিয়ে মেতে আছেন। অভিভাবক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির এক প্রতিবেদনে এই পরিসংখ্যান জানানো হয়। তারা অভিযোগ করে যে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং টিম যথাযথভাবে কাজ করছে না। শিক্ষা মন্ত্রণালয়কে এখনই এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কোচিং ব্যবসায়ের সাথে জড়িত শিক্ষকদের প্রণীত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

No comments

Powered by Blogger.