শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটি- নটর ডেম কলেজকে ধ্বংস করার পাঁয়তারা চলছে

অনলাইনে ভর্তি-পদ্ধতিকে জনস্বার্থবিরোধী বলে আখ্যায়িত করলেন ‘নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটির’ সভায় উপস্থিত বিশিষ্টজনেরা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাঁরা বলেন, অনলাইন পদ্ধতিতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না।


সভার সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অনলাইনে ভর্তি-পদ্ধতি চালু করার মাধ্যমে শিক্ষা বোর্ড ধনতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এ ক্ষেত্রে গ্রামাঞ্চলের ছেলেরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না। ধনীর ছেলেরা অর্থের বিনিময়ে সুযোগ পাবে।
সভায় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হাইকোর্ট রায় দিয়েছে কলেজের পক্ষে। সেই রায়ের আলোকে ছাত্র ভর্তি করে নেওয়া হয়েছে। এখন শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা না নিয়ে আদালত অবমাননা করছে।
নটর ডেম কলেজকে ধ্বংস করার পাঁয়তারা চলছে মন্তব্য করে বক্তাদের অনেকে বলেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশে মিশনারি স্কুল-কলেজকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে সাবেক সচিব শাহজাহান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোন্দকার আশরাফ হোসেন, শাকির সবুর, নর্দার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কর্নেল (অব.) একতেদার সিদ্দিকী, নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটির সভাপতি শওকত শিকদার, মহাসচিব বিপ্লব ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.