রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে গতকাল সোমবার বঙ্গভবনে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বিমানবাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানান। খবর বাসসের।


বিমানবাহিনীর প্রধান রাষ্ট্রপতিকে জানান, রুশ বিমানবাহিনীর শততম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে তিনি ৮ আগস্ট মস্কো যাচ্ছেন। ১৪ আগস্ট তাঁর দেশে ফেরার কথা।
এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য রাশিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ বিমানবাহিনীর চলমান আধুনিকায়ন কার্যক্রমে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করার আহ্বান: ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির উপাচার্য মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের জন্য বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.