ছাত্রকে মারধর-বিবস্ত্র-বরিশালে ছাত্রফ্রন্টের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

বরিশাল মেডিকেল কলেজের এক ছাত্রকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং চাঁদা আদায়ের ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দুপুর একটার দিকে মানববন্ধনের আয়োজন করে। এ সময় পুলিশের উপস্থিতিতেই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশীদের নেতৃত্বে আলিমুল হক, আনিসুর রহমান, মঞ্জুরুল ভূঁইয়াসহ ছাত্রলীগের একদল নেতা-কর্মী মানববন্ধনে হামলা চালান। এতে ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব, ব্রজমোহন কলেজ শাখার রিয়াজুল হক ও সাধারণ সম্পাদক বদরুদ্দোজা আহত হন। এ সময় সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা হারুন অর রশীদ চিৎকার দিয়ে বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন, দেখি কেমনে করো।’ এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রফ্রন্ট নেতা ইমরান হাবিবকে গালাগাল করেন এবং বলেন, ‘বহিরাগত কলেজে আইছো ক্যা। ওকে ধর।’ তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘ওকে গ্রেপ্তার করুন, না হলে ফল ভালো হবে না।’ এ সময় ছাত্রফ্রন্টের সদস্য নাবিলা আলম এর প্রতিবাদ জানালে হারুন তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘ক্যাম্পাসে সবার সামনে তোমার বিচার হবে।’
কলেজ ছাত্রফ্রন্টের আহ্বায়ক মনীষা চক্রবর্তী বলেন, ‘কলেজ অধ্যক্ষ প্রথমে এসে আমাদের মানববন্ধন না করার নির্দেশ দেন। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের সামনেই ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান।’
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা চলাকালে কলেজ ক্যাম্পাসে মিছিল ও কর্মসূচি হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এই আশঙ্কায় মানববন্ধন করতে বারণ করে চলে আসি।’

No comments

Powered by Blogger.