ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ব্যবস্থা না নেওয়ায় কলম্বোয় গ্রেপ্তার ৫৩

বাড়ির আশপাশে মশার বংশবিস্তার প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় শ্রীলংকার রাজধানী কলম্বোয় গতকাল সোমবার এক অভিযানে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ বছর ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মশার প্রজনন ঠেকানোর চেষ্টায় ওই অভিযান চালানো হয়।


পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, ‘এক বিশেষ অভিযানে প্রায় ১১ হাজার বাড়ি ও এর আশপাশে তল্লাশি চালানো হয়েছে। এ সময় ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র খুঁজে পাওয়ায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।’ গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই অভিযানে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
অজিত রোহানা আরও বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তারা বদ্ধপানির অস্তিত্বের খোঁজে ওই তল্লাশি চালান। পরিবেশকে মশার প্রজননক্ষেত্রমুক্ত রাখতে পদক্ষেপ নিতে যারা অবহেলা দেখাবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীলংকায় চলতি বছর প্রথম ছয় মাসে ১১ হাজার ৩০০ ডেঙ্গু রোগীর সন্ধান মেলে। এ সময়ের মধ্যে মারা যায় ৭৬ জন। গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্তের এ সংখ্যা তিন গুণের বেশি। পিটিআই।

No comments

Powered by Blogger.