অদ্ভুত আইন-দুধ পান না করাও অন্যায়! by শর্মিলা সিনড্রেলা

ছেলেবেলার দিনগুলোর কথা কি মনে পড়ে? সেই যে সেই সময়টা, যখন প্রতিদিন বিকেল কিংবা সন্ধ্যায় মায়ের বকুনি খেতে খেতে বিরক্ত হয়ে যেতেন। আর ভাবতেন, ‘উফ! এ যেন এক যন্ত্রণা। কবে যে বড় হব! দুধ খাওয়া থেকে মুক্তি মিলবে।’ একটা সময় আসে, যখন সত্যিই সেই যন্ত্রণা থেকে মেলে মুক্তি।


তবে এখনো যাদের দুধের গন্ধে বমি আসে, ভাবেন এই সাদা পানীয়টা যদি না থাকত, তাহলেই বেশ হতো। তাহলে আরেকবার নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতেই পারেন। ভাগ্যিস বাংলাদেশে জন্মেছিলেন। তা না হয়ে যুক্তরাষ্ট্রের উটাহ শহরে জন্ম নিলে আপনার দুধের প্রতি এই বিরক্তিটা হতো অপরাধ। কেননা, দুধ পান না করা সেখানে আইনগতভাবে অন্যায়ের শামিল। সেখানকার আইনগ্রন্থে বেশ স্পষ্টভাবেই লেখা আছে এ বিষয়টি। ভাবুন তো, যদি আপনি সত্যিই যুক্তরাষ্ট্রের সেই উটাহ শহরের বাসিন্দা হতেন, তাহলে কি আপনার দুধ পছন্দ না করার কথা ধোপে টিকত?

No comments

Powered by Blogger.