শপথ গ্রহণের পর সিইসি-নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করতে হয় তা-ই করব

দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বললেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করতে হয়, আমরা তা-ই করব।’ শপথ গ্রহণের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাজী রকিব উদ্দিন আহমদ।


এর আগে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সিইসি ও তিন কমিশনারকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া অন্য তিন কমিশনার হলেন: মোহাম্মদ আবু হাফিজ, মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী।
শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি প্রাথমিক প্রতিক্রিয়া জানান। এরপর তিনি ও তিন কমিশনার নির্বাচন কমিশনে যান।
নির্বাচন কমিশনে: শপথের পর সন্ধ্যায় সিইসি ও তিন কমিশনার নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছান। সেখানে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমাদের নিরপেক্ষতা আমরা কাজের মাধ্যমে প্রকাশ করব।’
নতুন নির্বাচন কমিশনের ওপর বিএনপির অনাস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমি এখন কোনো প্রশ্ন নিচ্ছি না।’ এরপর তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে নির্বাচন করতে চাই। নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করতে হয়, আমরা তা-ই করব।’
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিরোধী দল সাড়া না দিলে কী পদক্ষেপ নেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দলকে আমরা আমাদের সাধ্যমতো ডাকব। ভবিষ্যতে কী হবে, তা অনুমান করে এখন কিছুই বলা যাবে না।’
প্রথম প্রতিক্রিয়া: শপথ নেওয়ার পর জাজেস লাউঞ্জে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘আমরা আজকে প্রশ্নের মধ্যে যাব না। আজকে আমি একটা ছোট স্টেটমেন্ট করে আপনাদের সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি।’
সাংবাদিকেরা এ সময় বিএনপির প্রত্যাখ্যানের বিষয়টি উল্লেখ করে জানতে চান, এ পরিস্থিতিতে কমিশন কীভাবে দায়িত্ব পালন করবে? সিইসি এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য যাতে নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়। আশা করি, কাজের মধ্য দিয়ে আমরা সবার প্রশ্নের উত্তর দিতে পারব।’

No comments

Powered by Blogger.