কলকাতা ছেড়ে ইসলামাবাদের পথে হোয়াটমোর!

স্পোর্টস ডেস্ক: গত ক’দিন ধরেই গুঞ্জন ছিল। ক্রমে বিষয়টি হচ্ছিল স্পষ্ট। এবার এলো ঘোষণা। ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ডেভ হোয়াটমোর। আর ব্যাগ গোছাচ্ছেন ইসলামাবাদের পথে। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদে হোয়াটমোরও একজন প্রার্থী। এ নিয়ে আলোচনা করতে জানুয়ারির মাঝামাঝিতে হোয়াটমোরকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। কলকাতা ত্যাগের সিদ্ধান্ত নেয়ার কারণটাও স্পষ্ট করেছেন নাইট রাইডার্স কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর। বিশ্ব ক্রিকেটে কোন জাতীয় দলের হয়ে কাজ করতে চান শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের এ অসি কোচ। আর হোয়াটমোরের এ অভিলাষ ও দল ত্যাগের ঘটনাকে সহজভাবেই নিয়েছে কলকাতা কর্তৃপক্ষ। গতকাল এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। বলেন, হোয়াটমোর আন্তর্জাতিক কোচিংয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন। আমরা তার ভালই চাই। তবে বিষয়টি নিয়ে দোদুল্যমান না থেকে নাইট রাইডার থেকে অব্যাহতি নেয়ায় আমরাও নতুন চিন্তা সাজাতে পারবো। এ জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। গত দু’বছর দলে অবদানের জন্যও হোয়াটমোরকে ধন্যবাদ।

No comments

Powered by Blogger.