হতাশা ছাড়া তিন বছরে জনগণ কিছুই পায়নি: ফখরুল

স্টাফ রিপোর্টার: মহাজোট সরকারের তিন বছরে জনগণ হতাশা ছাড়া কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মির্জা আলমগীর বলেন, তিন বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। হত্যা, গুমসহ সকল ধরনের অপরাধ বাড়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেশের বেকারত্বের হারও ব্যাপকভাবে বেড়েছে। ক্ষমতায় আসার আগে সরকার জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা পূরণ করতে পারেনি। এতে জনমনে হতাশা বাড়ানো ছাড়া সরকার কিছুই করতে পারেনি। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সরকার হুমকির মুখে ঠেলে দিয়েছে। তাই নতুন বছরে আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। আশা করি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে আমরা সরকার পতনের সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এভাবে সরকার পতন হয় না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামীতে সফল হবো। এ সময় তিনি জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, অতীতে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। আগামী দিনগুলোতেও বিএনপি’র আন্দোলন-সংগ্রামে ছাত্রদল নতুন মাত্রা যোগ করবে। এ জন্য তিনি ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আলমগীর বলেন, এ বিষয়গুলো ছাত্রদলের নেতারা দেখেন। তবে আশা করছি তারা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিবেন। মাজার জিয়ারতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি হায়দার আলী লেলিন, হাবিবুর রশীদ হাবিব, বজলুল করিম চৌধুরী আবেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.