সুসংবাদ

কূটনৈতিক রিপোর্টার: নতুন বছরের শুরুর দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুখবর দিয়েছে দেশবাসীকে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো আইএমও’র বিবেচনায় জাহাজ চলাচলে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়া হয়েছে। সরকারের কড়া প্রতিবাদের মুখে দেশবাসীর জন্য এ সুসংবাদটি এসেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা। জলদস্যুতা বা পাইরেসি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দীর্ঘদিন ধরে অভিযুক্ত বাংলাদেশ। সংস্থাটির ওয়েবসাইটে বাংলাদেশের জলসীমা ব্যবহারকারী জাহাজগুলোকে জলদস্যুদের আক্রমণ থেকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দেয়া ছিল। গত ২০শে ডিসেম্বর সরকারের তরফে পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিবাদ জানায়। একই সঙ্গে এ নিয়ে সংবাদ সম্মেলন করে জলদস্যুতা বা পাইরেসি সংক্রান্ত স্পর্শকাতর ইস্যুতে আন্তর্জাতিক আইনে সৃষ্ট ভুল বোঝাবুঝি নিরসনে গণমাধ্যমের সহায়তা কামনা করা হয়। প্রতিবাদ পাঠানোর দু’সপ্তাহের কম সময়ের মধ্যেই সংস্থাটি বাংলাদেশের ব্যাখ্যা আমলে নেয় এবং বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দিয়ে তাদের ওয়েবসাইটে সংশোধনী দিয়েছে।

No comments

Powered by Blogger.