ফিলিপাইনে বর্ষবরণের সময় আহত ৫০০

মানবজমিন ডেস্ক: নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করতে গিয়ে ফিলিপাইনে আতশবাজির বিস্ফোরণ ও বিক্ষিপ্ত বন্দুকের গুলিতে কমপক্ষে ৫০০ লোক আহত হয়েছেন। বহু শিশুও আহত হয় এতে। অসাবধানতা ও অতি উচ্ছ্বাসের কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে নববর্ষ উদযাপনের ক্ষেত্রে বহু আগে থেকেই সতর্ক থাকার প্রচারণা চালানো হলেও কাজ হয়নি। এ ঘটনায় সারা দেশের হাসপাতালের জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। আতশবাজির বিস্ফোরণে আকাশ প্রায় ধোঁয়ায় ঢেকে যায়। এজন্য প্রায় ১২টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী এনরিক ওনার বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আতশবাজির বিস্ফোরণে ৪৫৪ জন ও বিক্ষিপ্ত বুলেটের আঘাতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগগুলোয় তিল ধারণের ঠাঁই ছিল না।

No comments

Powered by Blogger.