‘সবুজ কেন অপরাধী’র মহরত দিয়ে শুরু হলো চলচ্চিত্রের নতুন বছর

স্টাফ রিপোর্টার: বাণিজ্যিক ছবির সফল পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘সবুজ কেন অপরাধী’র বর্ণাঢ্য মহরত দিয়ে শুরু হলো চলচ্চিত্রের নতুন বছর। ইংরেজি নববর্ষের প্রথম দিনে এফডিসি’র ঝরনাস্পটে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য মহরতে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম. হামিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেন, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ (সোহেল রানা), চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হাননান ও চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহকারী সাধারণ সম্পাদক ড্যানি সিডাক। পরিচালক মনতাজুর রহমান আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য এ মহরতে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, ছবির নায়ক জায়েদ খান, নায়িকা রুমানা, নতুন নায়ক নায়িকা স্বাধীন, পুষ্পি, কথা, সেই সঙ্গে প্রবীর মিত্র, রেহানা জলি, আসিফ ইকবাল, কাবিলা ও আলীরাজ এবং ছবির প্রযোজক আমানুল্লাহ সরকার। রাফসানা নূর, তাসফিয়া আরফিন ও এহসানুল হক নিবেদিত ও শাহনেওয়াজ কথাচিত্র পরিবেশিত ‘সবুজ কেন অপরাধী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- মিজু আহমেদ, ড্যানি সিডাক, সঞ্চিতা, তনু, সালদিন, নাসরিন, সেলিম, টিটু, সুমন, রিপন, গুলশান আরা ও রেবেকা। প্রয়াত চিত্রতারকা দোয়েল এবং প্রয়াত পরিচালক এম এম সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করার পর ‘সবুজ কেন অপরাধী’ ছবির বিসমিল্লাহ ক্ল্যাপস্টিক দিয়ে মহরত ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিরা। মহরতের পর রুমানা ও জায়েদ খানকে নিয়ে দু’টি দৃশ্যের শুটিং করেন পরিচালক মনতাজুর রহমান আকবর। কমল সরকারের কাহিনী ও সংলাপ এবং আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মীয়মাণ ‘সবুজ কেন অপরাধী’র চিত্রগ্রহণ করছেন এমএ কাইয়ুম, সংগীত ইমন সাহা, অ্যাকশন সালাম, সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্য মাসুম বাবুল, সাইদ খান কালু ও হাবিব, সহযোগী পরিচালক জিএম বাহার, মেকাপ বাবু, স্থিরচিত্রে রফিক।

No comments

Powered by Blogger.