থেইন তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে আজ

ক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত তীব্র ঘূর্ণিঝড় ‘থেইন’ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরে ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সূত্র জানায়, গত ১৫ বছরের মধ্যে সাধারণত ডিসেম্বরে এ ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো নজির
নেই। তাই থেইন একটি ব্যতিক্রমী ঝড়। তবে এর যে গতিপথ, তাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর জানায়, থেইন আরও ঘনীভূত ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শুক্রবার ভোর নাগাদ ভারতের নাগাপট্টম ও চেন্নাইয়ের মধ্য দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।
থেইন গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

No comments

Powered by Blogger.