ব্ল্যাটারকে একহাত নিলেন বেকহাম

০১৮ বিশ্বকাপের আয়োজক স্বত্ব হারিয়ে সেপ ব্ল্যাটারের ওপর এমনিতেই খানিকটা খেপে আছেন ইংরেজরা। সেই আগুনে না বুঝেই বোধহয় খানিকটা ঘি ঢেলেছেন ফিফা প্রেসিডেন্ট, ফলে ইংল্যান্ডের ফুটবল জগতে বইছে নিন্দার ঝড়!
ব্ল্যাটার অবশ্য ভালো মানুষটির মতোই একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, মাঠের খেলায় কোনো বর্ণবাদী মন্তব্যের বিনিময় হলে মাঠেই হাত মেলানোর মাধ্যমে এর মীমাংসা করা ভালো। তাতেই সরগরম ইংল্যান্ড।


২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিডে থাকা বেকহাম ইংল্যান্ডে না থেকেও টের পাচ্ছেন গরমটা। মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর সঙ্গে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাই ঘুরে ফিরে এল ব্ল্যাটার প্রসঙ্গ, 'আমার মনে হয় তাঁর (ব্ল্যাটার) মন্তব্যটা ভয়াবহ। শুধু আমি নই, আমার ধারণা অনেকেই একই কথা বলছে। এ ধরনের মন্তব্য খেলার জন্য কোনো সুফল বয়ে আনবে না।'
চটে গিয়ে ব্ল্যাটারকে গদি ছাড়ার কথাও বলেছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন 'পিএফএ'র প্রধান গর্ডন টেলর, তাঁর কথায়_ ব্ল্যাটার 'বিশ্ব ফুটবলের নেতা, সুতরাং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতৃত্বেও তারই থাকা উচিত।' সংবাদসংস্থা সিএনএনকে দেওয়া একটা সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেছিলেন, ফুটবলে কোনো বর্ণবাদ নেই। কিন্তু বেকহামের কথায়, ব্ল্যাটার আসলে আকাশকুসুম ভাবছেন, 'আমার কোনো ক্ষমতা নেই। ফিফায় কে এল আর কে গেল, তা নিয়েও কোনো মাথাব্যথা নেই। কিন্তু ফুটবলে এবং জীবনেও বর্ণবাদ ছিল এবং আছে। এটাকে আড়াল করা যাবে না। শুধু হাত মেলানোর মধ্য দিয়ে সমাধানের দিকেও যাওয়া যাবে না। এভাবে বর্ণবাদ থামানো যাবে না।'
এমএলএস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। এর আগের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ, পরিকল্পনা ছাড়াও বর্ণবাদ প্রসঙ্গের পর ঘুরে ফিরে এল তাঁর ইউরোপে প্রত্যাবর্তনের ব্যাপারটাই। প্যারিস সেইন্ট জার্মেইতে চলে যাবেন নাকি লস এঞ্জেলেস গ্যালাঙ্েিতই থেকে যাবেন, চুক্তির মেয়াদেরও যে খুব বেশি বাকি নেই! কিন্তু ইউরোপ যাত্রা সম্পর্কে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন 'ডিবিসেভেন', 'আমার সব ভাবনাচিন্তা রবিবারের ম্যাচকে ঘিরে। তারপর খানিকটা জিরিয়ে নিই, দেখি কী করা যায়।' ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল আবাসিক এলাকায় থাকছেন বেকহাম, সেখানে হলিউডের অনেক তারকাই তাঁর প্রতিবেশী। তাই সেখানে বসবাসের স্মৃতিটা তাঁর কাছে অমূল্য, 'এখানে থাকাটা খানিকটা পরাবাস্তবের মতো! আমার পরিবারের সবাই এখানে থাকতে খুব ভালোবাসে।' এএফপি

No comments

Powered by Blogger.