হোয়াইট হাউসে গুলি ছোড়ার ঘটনায় যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে গুলি ছোড়ার অভিযোগে গত বুধবার অস্কার ওরতেগা-হার্নান্দেজ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গুলি ছোড়ার ওই ঘটনা ঘটে।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানায়, ওরতেগার বিশ্বাস, হোয়াইট হাউসে হামলা করতে ‘ঈশ্বর’ তাঁকে ব্যক্তিগত মিশনের দায়িত্ব দিয়েছেন। ওরতেগাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পেনসিলভানিয়ার একটি আদালতে হাজির করার কথা।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে তাঁকে মানসিক ভারসাম্যহীন সহিংসপ্রবণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার হোয়াইট হাউসের দক্ষিণ পাশে দুটি গুলি পাওয়া যায়। হোয়াইট হাউসের এই অংশে প্রেসিডেন্টের শোবার ঘর রয়েছে। একটি গুলির আঘাতে হোয়াইট হাউসের বাইরের কাচ ভেঙে যায়।
ওরতেগার জন্ম আইডাহো অঙ্গরাজ্যে। তাঁর পরিবার জানায়, তিনি গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ।

No comments

Powered by Blogger.