নৃত্য শিল্পীকে পালাক্রমে ধর্ষণ

মৌলভীবাজারের রাজনগরে এক নৃত্য শিল্পীকে গানের অনুষ্ঠানের কথা বলে গাড়িতে করে নিয়ে যাওয়ার পর রাস্তায় নামিয়ে পালাক্রমে ধর্ষণের খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে রোববার রাত ১২ টায় ৩ জনের নামে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মামলার এজাহারে জানা যায়, গোপালগঞ্জ জেলার বটতলী গ্রামের ২৯ বছরের এক তালাকপ্রাপ্ত মহিলা দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় সিলেট অবস্থান করে বিভিন্ন অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করতো। মামলার এজাহারের প্রথম আসামি চয়ন দেবের সাথে তার পূর্ব পরিচয় থাকার সুবাদে ৯ ফেব্রুয়ারি রাত রাজনগর উপজেলার মুন্সিবাজার খলাগাও গ্রামে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার জন্য ৫ হাজার টাকা বায়না ধরে খলাগাও গ্রামের চয়ন দেব, পিন্টু দেব, পিকলু দেবের সাথে প্রাইভেট কারে চড়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু অভিযোক লম্পটরা মেয়েটিকে খলাগাও গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে নৃত্য শিল্পিকে তার ইচ্ছার বিরুদ্ধে ৩ জন মিলে পালাক্রমে ধর্ষণের পর অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়। ভোর রাতে মেয়েটির জ্ঞান ফিরে এলে সে মুন্সিবাজারে গিয়ে ৩/৪ জন সাক্ষী করে ঘটনাটি জানালে সাক্ষীরা তাকে একটি লাইটেসে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মেডিকেলের জরুরী বিভাগের ডা. ধর্ষণের আলামত পেয়ে তাকে মেডিকেলের ওসিসি বিভাগে স্থানান্তর করে। ওসিসি বিভাগ থেকে রোববার বিকালে ছাড়পত্র নিয়ে ঘটনাস্থল রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলাটি রেকর্ড করে। সোমবার ধর্ষিতাকে পুনরায় মৌলভীবাজার সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়। দ্বিতীয় দফা মেডিকেলের প্রয়োজনের কারণ সম্পর্কে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীনকের জানান, সিলেট ওসিসি বিভাগে মেয়েটি ধর্ষণের পরীক্ষা না করিয়ে শুধু শরীর পরিক্ষা করিয়েছে, তাই ধর্ষণের পরীক্ষার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগসহ নানা অপরাধ কর্মকাণ্ডের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, এরা এলাকার চিহ্নিত অপরাধী।

No comments

Powered by Blogger.