মমতার ডাকে সাড়া সিন্দের

তাগিদটা দু'দিকেরই। লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল এবং সিপিএম দু'পক্ষের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রেখে চলতে চায় ইউপিএ।
আবার পাহাড়েও শান্তি বজায় রাখতে বিমল গুরুংদের সন্তুষ্ট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কেন্দ্রীয় সরকারকে পাশে প্রয়োজন। এই রাজনৈতিক সমীকরণ মেনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ১৯ ফেব্রুয়ারি কলকাতায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দে। মুখ্যমন্ত্রী নিজেই এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে অনুরোধ জানিয়েছিলেন। নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের প্রচার সেওে ফেরার পথে সিন্দে কলকাতায় পা দেবেন। সেখানে মমতার সঙ্গে বৈঠক করবেন। দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন লাগোয়া এলাকায় এক সরকারি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার হাজির থাকার কথা। সোমবার মহাকরণ-সূত্রেও ১৯ তারিখে সিন্দের প্রস্তাবিত সফরের কথা জানানো হয়েছে। সোমবার ভাঙ্গতে মমতা নিজেও বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার সঙ্গে আমার কথা হবে।' রাজ্যের এক স্বরাষ্ট্র-কর্তা জানান, হোভারক্যাফট রাখার জন্য নামখানায় উপকূলরক্ষী বাহিনীকে জমি দিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের টাকায় নদী তীরবর্তী এলাকায় একাধিক উপকূল-থানার কাজ শেষ। প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হচ্ছে বন্যা আশ্রয়কেন্দ্র। ইউপিএ ছাড়ার পরে তার সঙ্গে এটাই হবে মমতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। আনন্দবাজার পত্রিকা।

No comments

Powered by Blogger.