ভারতে মেডিকেলে অটিজম পড়ানোর প্রস্তাব

মেডিকেলের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি নিয়েছে ভারত সরকার। গত সোমবার নয়া দিলি্লতে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্কের (এসএএএন) প্রথম সম্মেলনে ভারত সরকারের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেয়া হয়।
দেশটিতে প্রায় ৮০ লাখ অটিস্টিক শিশু রয়েছে। অটিজম আক্রান্ত শিশুর স্নায়ুবিক বিকাশ ব্যাহত হওয়ার কারণ সম্পর্কে ভালোভাবে জানা-বোঝার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকার আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পাঠ্যসূচিতে অটিজম বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করতে দেশটির মেডিকেল কাউন্সিলের (এমসিআই) প্রতি আহ্বান জানায়।' ভারতে মেডিকেলের পাঠ্যসূচিতে অটিজম অন্তর্ভুক্ত করা হলে এই অঞ্চলে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষক। তাদের মতে ভারতের পথ ধরে অন্যান্য দেশেও মেডিকেলের পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করা হতে পারে। রয়টার্স।

No comments

Powered by Blogger.