আসামে সংঘর্ষে ১১ জন নিহত

ভারতের আসাম রাজ্যে পুলিশ ও চলমান স্থানীয় নির্বাচনবিরোধী উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। গতকাল পুলিশ এ কথা জানিয়েছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভুপেন বোড়া এএফপিকে বলেন, পরিস্থিতি খুবই নাজুক এবং ১১ জন নিহত ও প্রায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যের প্রধান শহর গৌহাটি থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে গোয়ালপারা জেলায় এ সংঘর্ষ হয়। বোড়া বলেন, দুটি উপজাতি গোষ্ঠী নির্বাচনের বিরোধিতা করে গ্রামে আগুন লাগালে ও সরকারি কর্মকর্তার ওপর আক্রমণ করলে পুলিশের গুলিতে ৯ জন নিহত হন।
তিনি বলেন, 'রাভা ও হাজং উপজাতি সরকারি শাসন প্রত্যাখ্যান করে জেলাটির স্বায়ত্ত্বশাসন চাচ্ছে।'
কিছু বিদ্রোহী সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করলেও ভারতের উত্তরপূর্বাঞ্চলে নৃতাত্তি্বক ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে।
দুই দশকেরও বেশি সময় ধরে চা ও তেলসমৃদ্ধ আসামে অশান্তিতে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এএফপি।

No comments

Powered by Blogger.