মোমবাতি প্রজ্বলন কাল

সারাদেশে দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালনের পরে এবার মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগ গণজাগরণ মঞ্চ।
আগামীকাল সন্ধ্যা সাতটায় দেশবাসীকে এ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানানো হয়েছে। গতকাল রাতে গণজাগরণ মঞ্চ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বস্নগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। এ সময় তিনি জানান, বসন্তের প্রথম দিন আজ বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে প্রতিবাদী গান অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকেলে ২৫ হাজার নারীর একটি বিশাল মিছিল রাজাকারদের ফাঁসি দাবি নিয়ে প্রজন্ম চত্বরে মিলিত হবেন। আর শুক্রবার সকাল থেকে কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ১৯৮২ সাল থেকে ৯০ পর্যন্ত বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী প্রগতিশীল ছাত্র নেতারা গণজাগরণ মঞ্চে বক্তব্য দেবেন।

No comments

Powered by Blogger.