ভালোবাসা দিবসে এনটিভির নানা আয়োজন

ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি নানা বর্ণাঢ্য অনুষ্ঠান প্রচার করবে এনটিভি। এ ছাড়া, পয়লা ফাল্গুন উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি বিকেল চারটা ১০ মিনিটে ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে বিশেষ অনুষ্ঠান ‘বসন্ত উত্সব’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
১৪ ফেব্রুয়ারি সকাল ১০টা পাঁচ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিছবি ‘তবুও প্রতীক্ষা’। এতে অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, পূর্ণিমা, জিতু আহসান প্রমুখ। সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে ‘গল্প গানে ভালোবাসা’ অনুষ্ঠানে ভালোবাসাবিষয়ক গান আর আড্ডা নিয়ে হাজির থাকবেন সামিয়া, আলিফ, নিশিতা ও কিশোর।

রাত নয়টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘আংটি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তিশা, মাজনুন মিজান, রূপন্তী, বাদল, হাবিব, হারুন, রিপন প্রমুখ। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে এনটিভি কর্তৃপক্ষ।

রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে এয়ারটেল নিবেদিত বিশেষ টেলিছবি ‘@ ১৮’। আদনান আল রাজীব পরিচালিত এ টেলিছবিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, অ্যালেন, তাওসিফ, শবনম ফারিয়া, সাফা, মিতা চৌধুরী, মম, ফারুক আহমেদ ও ইরেশ যাকের।

No comments

Powered by Blogger.