রাসেল ওয়ালেসের চিঠি অনলাইনে

প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জৈব বিবর্তনতত্ত্বের সহ-আবিষ্কারক আলফ্রেড রাসেল ওয়ালেসের নাম অনেকেরই অজানা। কারণ, তাঁর নামটি চার্লস ডারউইনের ছায়ায় অনেকটাই ঢাকা পড়ে গেছে।
ওয়ালেসের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বিভিন্ন চিঠি অনলাইনে গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের ওয়েবসাইটে ওয়ালেসের চিঠিগুলো প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফাউন্ডেশন এ প্রকল্পে অর্থায়ন করেছে। প্রায় চার হাজার চিঠি ওই ওয়েবসাইটে প্রকাশের জন্য সংগ্রহ করা হয়েছে। ডারউইনসহ অন্যদের প্রতি ওয়ালেসের নিজের লেখা এবং তাঁর প্রতি অন্যদের লেখা চিঠি এই সংগ্রহে অন্তর্ভুক্ত হয়েছে। নেচার।

No comments

Powered by Blogger.