রতিবেদন দেয়নি পুলিশ- বাউফলে আটক কলেজছাত্র জেলে পরীক্ষা দিচ্ছেন

পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সমঞ্চান) শেষ বর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন গ্রেপ্তার হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন ১৫ দিনেও দেয়নি বাউফল থানার পুলিশ। এ কারণে জেলহাজতে বসেই পরীক্ষা দিতে হচ্ছে তাঁকে।
ইয়াছিন আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা মো. আমজেদ আলী মোল্লার ছেলে। ৮ নভেম্বর পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের উদ্দেশ্যে পটুয়াখালী যাওয়ার পথে পুলিশ তাঁকে ছাত্রশিবিরের সদস্য সন্দেহে আটক করে।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল খালেক মিয়া বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া কোনো ব্যক্তির বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার বিধান রয়েছে।
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদ হোসাইন বলেন, ওই নামে জেলা কমিটিতে ছাত্রশিবিরের কোনো সদস্য কিংবা কোনো কর্মী নেই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘গত বৃহস্পতিবার এই থানায় যোগদান করেছি। শিগগিরই ওই ছাত্রের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

No comments

Powered by Blogger.