আইভরি কোস্টে হামলায় ১০ সেনা নিহত

আইভরি কোস্টে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের হামলায় প্রেসিডেন্ট লঁরা বাগবোর অনুগত ১০ সেনা নিহত হয়েছে। আবিদজান নগরীতে বাগবোর প্রতিদ্বন্দ্বী আলসান ওয়াতারার সমর্থনপুষ্ট এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।


নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, নগরীর শহরতলি আবোবোতে মঙ্গলবার বন্দুকধারীরা সেনাদের চারটি যানে হামলা চালায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। সেনাযানে থাকা সব সেনাই মারা যায়। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত নভেম্বরে নির্বাচনের পর থেকেই দেশটিতে সহিংসতা চলছে। নির্বাচনে বিরোধী প্রার্থী ওয়াতারাকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব সম্প্রদায়। তবে ক্ষমতা আগলে বসে আছেন বাগবো। এমনকি বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখেও তিনি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন। সমস্যা সমাধানে আফ্রিকান ইউনিয়নও (এইউ) এগিয়ে এসেছে। আফ্রিকার চার দেশের প্রেসিডেন্টের সমন্বয়ে গঠিত একটি প্যানেল দুই নেতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গত সোমবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনী গুলি করলে ছয়জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।
সূত্র : বিবিসি ও এএফপি।

No comments

Powered by Blogger.