১৯ বছর পর জরুরি অবস্থা তুলে নিচ্ছে আলজেরিয়া

জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া সরকার। ১৯ বছর পর এ উদ্যোগ নিল দেশটির মন্ত্রিসভা। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিষয়টি অনুমোদন করে। বিশ্লেষকরা মনে করছেন, আরব বিশ্বের সরকারবিরোধী আন্দোলনের আঁচ থেকে বাঁচতে সতর্কতামূলক এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।


তবে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা বলেছে, সরকারের এ পদক্ষেপ যথেষ্ট নয়।
জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত শিগগিরই সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে।
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আলজেরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহ দমনের অংশ হিসেবে ১৯৯২ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। দেশে চলমান বিক্ষোভ কর্মসূচির অন্যতম আয়োজক ও 'আলজেরিয়ান হিউম্যান রাইটস লিগে'র সভাপতি মুস্তাফা বাওচাচি জরুরি অবস্থা প্রত্যাহার সম্পর্কে বলেন, 'সরকারের এ পদক্ষেপ ইতিবাচক হলেও তা যথেষ্ট নয়। রাজনীতি, গণমাধ্যম ও সামাজিক অন্যান্য ক্ষেত্র উন্মুক্ত করতে হবে যাতে জনগণ নিজেদের গণতান্ত্রিক সমাজের অংশ মনে করতে পারে।' সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.